বিটিএস মানে কি জানেন?
সম্প্রতি একটা বিষয় নিয়ে সামাজিক মাধ্যম সমূহে বেশ আলোচনা চলছে। অনেকেই খেয়াল করে থাকবেন বিটিএস (BTS) এই শব্দটি দিয়ে কিছু বোঝাতে চাইছেন আর আপনি এই শব্দটির ব্যাপারে একেবারেই কিছু জানেন না। তাহলে এই লেখাটি আপনার জন্য।
বিটিএস বা ( BTS) কথাটির অর্থ এসেছে কোরীয় গানের ব্যান্ডদল (ব্যাংটন বয়েস ব্যান্ড) থেকে।
এই গানের দল বিটিএস তৈরি করেছে ৭ কোরিয় বালক। তারা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে।
বিটিএস ব্যান্ডের একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম Bangton Boys এটি লিখে ইউটিউবে সার্চ করলে তাদের চ্যানেল পাবেন।
এই চ্যানেলটি যাত্রা শুরু করে ২০১০ সালে এবং ধারাবাহিক পারফরম্যান্সে কোটি ভক্তের হৃদয় জয় করে ২০১৩ সালে আলোচনায় আসে।
বিটিএস বাংলাদেশে জনপ্রিয় হওয়ার পেছনের পেছনের গল্পটি হলো এই বিটিএস ভক্ত প্রচুর বাংলাদেশি নারী।
যারা বিটিএস ব্যান্ডটিকে অধিকতর ভালোবাসে পুরুষদের তুলনায়।
অন্য যেকোন বিষয় নিয়ে জানতে চাইলে কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি করে যেতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks