অবশেষে শাকিবের সাক্ষাৎ পেলেন আত্মহত্যা চেষ্টা করা গৃহবধূ
সেই গৃহবধূ অবশেষে দেখা পেলেন শাকিব খানকে
শাকিব খানের শুটিং দেখতে না পেরে’ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাকুরচর গ্রামের যে গৃহবধূ ‘আত্মহত্যার চেষ্টা’ করেছিলেন সেই গৃহবধু এবার শাকিব খানের দেখা পেলেন।
শুধু দেখাই নয় প্রিয় নায়কের সঙ্গে ২০ মিনিট গল্প করারও সুযোগ পেয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে সেই গৃহবধূর পুরো পরিবার এসেছিলেন শাকিব খানের শুটিং দেখতে।
এ সময় শাকিব খানসহ পুরো শুটিং ইউনিট বেশ কিছু সময় কাটান সেই পরিবারের সঙ্গে। শাকিব খান ওই গৃহবধূর সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।
শুক্রবার সন্ধ্যায় শাকিব খান বলেন, এই খবর শুনে আমার খুব খারাপ লেগেছিল; সেকারণে তাঁর সঙ্গে দেখা করানোর জন্য টিমকে বলেছিলাম। আজ পুরো পরিবারসহ এসেছিল ওই নারী। কিছু সময় পার করেছি উনার পরিবারের সঙ্গে; ভালো লেগেছে।’
ভক্তদের সতর্কবার্তা দিয়ে শাকিব খান আরও বলেন, ‘যা হয়েছে হয়েছে। সামনে যেন এমন আর কোন ঘটনা না ঘটে। সবার আগে জীবন, এমন পাগলামি যেন আর কোন ভক্ত না করে সেই অনুরোধ রইল আমার। ভক্তরা সারাজীবন ভালোবাসবে; আমিও তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’
গেল ১১ অক্টোবর গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিব খানের ‘শুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা’ করেন। জামালপুরের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks