পোস্টগুলি

জানুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিটিএস মানে কি জানেন?

সম্প্রতি একটা বিষয় নিয়ে সামাজিক মাধ্যম সমূহে বেশ আলোচনা চলছে। অনেকেই খেয়াল করে থাকবেন বিটিএস (BTS) এই শব্দটি দিয়ে কিছু বোঝাতে চাইছেন আর আপনি এই শব্দটির ব্যাপারে একেবারেই কিছু জানেন না। তাহলে এই লেখাটি আপনার জন্য। বিটিএস বা ( BTS) কথাটির অর্থ এসেছে কোরীয় গানের ব্যান্ডদল (ব্যাংটন বয়েস ব্যান্ড) থেকে। এই গানের দল বিটিএস তৈরি করেছে ৭ কোরিয় বালক। তারা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে। বিটিএস ব্যান্ডের একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম Bangton Boys এটি লিখে ইউটিউবে সার্চ করলে তাদের চ্যানেল পাবেন। এই চ্যানেলটি যাত্রা শুরু করে ২০১০ সালে এবং ধারাবাহিক পারফরম্যান্সে কোটি ভক্তের হৃদয় জয় করে ২০১৩ সালে আলোচনায় আসে। বিটিএস বাংলাদেশে জনপ্রিয় হওয়ার পেছনের পেছনের গল্পটি হলো এই বিটিএস ভক্ত প্রচুর বাংলাদেশি নারী। যারা বিটিএস ব্যান্ডটিকে অধিকতর ভালোবাসে পুরুষদের তুলনায়। অন্য যেকোন বিষয় নিয়ে জানতে চাইলে কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি করে যেতে পারেন।

অনলাইন ইনকাম

টাকা এমন একটা জিনিস যার নাম শুনলে সবাই পাইতে চায়। কেউ এ ব্যাপারে অনাগ্রহী নয়। যদি খুব সহজে সেটা পাওয়া যায় তাহলে তো কথায় নেই। আজ আমি আপনদের সাথে আলোচনা করবো এ বিষয় নিয়ে যে, খুব সহজে অনলাইন থেকে ইনকাম করবেন। চলুন শুরু করা যাক। অললাইনে ইনকাম করতে কী কী দরকার। অনলাইন জগতে ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনার যা লাগবে তা হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা দিয়ে আপনি কাজটি করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই আপনার নিশ্চিত ইনকাম সম্ভব। তবে আপনার শুধু ডিভাইস থাকলেই চলবেনা সাথে আপনাকে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে কাজ করে যেতে হবে। কোথায় কাজ পাবেন বা কাজ করবেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আপনার কাজের ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা করার কোন দরকার নাই। আপনাকে আমি সব ধরনের কাজের ক্ষেত্র পরিচয় করিয়ে দিবো। অনলাইনে এত এত কাজ আছে যে, আপনি সারা বছর একটি কাজ করেও শেষ করতে পারবেন না। আর বেশি কথা না বলে শুরু করছি কোথায় কোথায় কাজ করবেন। ফেইসবুক আপনি সারা বছর জুড়ে অথবা মাসে বা দিনে একবার হলেও ঢু মারেন আপনার প্রিয় সোশ্যাল মিডিয়ায়। বন্ধুদের সাথে চ্যাটিং, বিভিন্ন পোস্ট, গ্রুপ ইত্যাদি ...