পুনাক শিল্প মেলা
পুনাক জামালপুর শিল্প মেলা ২০২১ এর ছবি। জামালপুর জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মাসব্যাপী মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে মুখরিত হয়ে ওঠছে প্রতিদিন। এবছরের মেলায় জামালপুর সদরসহ জেলার প্রতিটি উপজেলা ও আশেপাশের জেলার মানুষরাও মেলা দেখতে আসছেন। মেলায় থাকছে বিভিন্ন দরকারি পণ্য যেমন: বাসনকোসন, পাটপণ্য, কসমেটিকস, জুয়েলারি, খাবার, জুতা সেন্ডেল সহ বিভিন্ন সামগ্রী। ছোটদের জন্য আছে বিভিন্ন রাইডের ব্যবস্থা যেমন : নাগরদোলা, নৌকা, ঘোড়া, স্লাইড রাইড ও অনন্য রাইড সমূহ। আর সববয়সী মানুষের জন্য আছে দি লায়ন সার্কাস। মেলায় যেভাবে আসবেন : মেলায় আসার জন্যে আপনাকে প্রথমেই আসতে হবে জামালপুর সদর। আপনি যদি জামালপুর পাঁচ রাস্তা থেকে যেতে চান তাহলে যেকোনো ইজিবাইকে করে যেতে পারবেন মাত্র পাঁচ টাকায়। আর সদরের অন্য যেকোনো জায়গা থেকে আসতে হলে বলবেন ফৌজদারি মোড় পুনাক মেলায় যাবো বা বাণিজ্য মেলায় যাবো তাহলে আপনাকে পৌঁছে দিবে বাণিজ্য মেলায়।