কাঁচা বাদাম
আমরা ছোট বেলা থেকেই বাদামের প্রতি একপ্রকার ভালবাসা নিয়েই বড় হই। এমন কোন ছেলে মেয়ে বলতে পারবেনা যাদের সাথে বাদামের সখ্যতা নেই। ধনী-গরিব সবার প্রিয় খাবারের তালিকায় বাদাম ছিল, আছে এবং থাকবে।
বাদাম পেলে খুশি হয়না এমন মানুষ পাওয়া যাবে কিনা আমি জানিনা। বাদাম যেমন পুষ্টিগুণে ভরা একটি খাবার তার সাথে এটি একটি সহজলভ্য সস্তা খাবার।
বন্ধুদের সাথে আড্ডা, প্রেমিক-প্রেমিকার ছুটির দিনের ঘুরতে যাওয়া কিংবা কর্মব্যস্ত মানুষের চলার পথের একটু চিবুনিতে বাদাম একটি অপরিহার্য খাবার। কমখরচে সময় কাটানোর মতো খাবার হিসেবে বাদাম অতুলনীয়।
তো এই কাঁচা বাদাম নিয়ে বেশ কিছু দিন ধরে চলছে ব্যাপক তোলপাড়। কারণ কাঁচা বাদাম নিয়ে ফেরি করে বেচার সময় একটি ছন্দে ছন্দে তাল মিলিয়ে গান গাইছিলেন এক ফেরিওয়ালা। কে জানতো সেই গানটিই আজ ভাইরাল হয়ে যাবে ও এত জনপ্রিয় হয়ে উঠবে। রীতিমতো নেট দুনিয়া কাপিয়ে তুলেছে এই গানটি।
টিকটকার থেকে ইউটিবার কেউ বাদ যাননি সমান তালে চলছে ফেসবুক সহ প্রায় সব সামাজিক মাধ্যমে।
তো এখন কাঁচা বাদাম খান আর হারিয়ে যান নেট দুনিয়ায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks