পরিবার দিবস
সবসময় যত্ন, ভালোবাসা, সমর্থন যাদের থেকে পাই তারা সবাই পরিবারের সদস্য। অন্যরা যে এসব করেনা তা একেবারে ঠিকনা মোটাদাগে কথা হলো পরিবারের ধারেকাছে না তাঁরা। মা-বাবা, ভাই-বোন হলো শেষ ভরসার নাম। যেখানে সবাই পিছটান দেয় সেখানে এই একটা মাত্র জায়গা যেখানে সহযোগিতা, ভালোবাসা ও বিশ্বাসের হাতটা পাওয়া যায়। সুখের দিনগুলো পরিবার ছাড়া চলতে আমরা হয়তো দুঃসাহস দেখাতে পারি অথচ আমরা যতই চেষ্টা করিনা কেন অসহায়ত্বের দিনগুলোতে পরিবার পাশে না আসলে, না থাকলে আপনার আর আমার কোন গতি নাই। মূল যদি না থাকে তো ডালপালা শুকাইয়া যায়। ওই মূলটা হলো পরিবার আর ডালপালা হইলো পৃথিবীর সকল মানুষ। পরিবার পাশে না থাকলে অন্য প্রিয়জন শুকাইয়া যায়। মানে ছাইড়া যায়। ভালোবাসি পরিবার তারপর অন্য সবার। শুভ পরিবার দিবস। শুভ হোক। #পরিবার_দিবস