পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আপনার আপন কে?

ছবি
আপন কারো আশে পাশে থাকা,কথা বলা ও থাকার জন্য কারো দিলে ঠাঁই পাওয়া যায় না। অনেক দূরে থাইকাও পাওন যায়। কাছে দূরে শুধু চোখের দেখায়। মনের দেখায় না। মনের দেখা বইলাও একটা জিনিস আছে। মনের দেখা নাই মানে গায়ে গায়ে গড়াগড়ি দিলেও কাছে নাই এইটা বুইঝা নিয়েন। কোনটা কাছে বা দূরে কেমনে বুঝবেন? জানেন না তো? বইলা দিই তাহলে, কাছে না দূরে আছেন। এমন কয়টা সময় আছে যখন সেই সময় ই বইলা দিবো। সময়গুলো হইলো সুখ, দুঃখ, রাগ, অভিমান, অভিযোগ থাকা সময়গুলোতে পাশে থাকে অথবা পাশে রাখে। এই সময়গুলোতে পাশে না রাখলে বা না থাকলে বুইঝা নিয়েন আপনি তার পাশে থাইকা গড়াগড়ি খাইলেও আসলে পাশে নাই, দিলে নাই, মনে নাই। সত্যি বলতে কোন খানেই নাই। বুইঝা নিয়েন আর খুঁইজ্যা নিয়েন এইসব আপনদের। আপন বলতে দিলে থাকা দলে থাকা না। দলে হাজারো জনের আনাগোনা প্রতিনিয়তই তো কম হয়না তাই বইলা সবার কথা কি মনে থাকে? থাকেনা আর রাখেও না। দিলে থাকেন আর দিলে রাখেন তাদের যারা দিলে রাখে পাশে থাইক্কা না দিলে রাইক্খা। শর্ট লিস্ট কইরা রাখেন কে আপনজন। কঠিন কইরা হিসাব রাখেন যাতে কইরা একটা আপনও যেন বাদ না যায়। কারণ এরা আপনারে আপনার থাইক্কাও বেশি ভালোবাসে হইতে পারে।  ...