শেন ওয়ার্ন আর নেই
ক্রিকেট বিশ্বের সেরা সাবেক স্পিনার শেন কেইথ ওয়ার্ন আজ রাত ৯ টার দিকে তার বাসায় ইন্তেকাল করেন। অনুমান করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি ১৯৬৯ সালের ১৩ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং আজ ৪ঠা মার্চ ২০২২ মৃত্যুবরণ করেন। মাত্র ৫২ বছর বয়সে ইহলোকের মায়া ছেড়ে অনন্তকালের যাত্রার যাত্রী হলেন। তিনি তার ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে গেলেন। পুরো পৃথিবীর ক্রিকেটার, ভক্ত ও সতীর্থদের সামাজিক মাধ্যমে প্রসংসায় সয়লাব হয়ে গেছে। নেট দুনিয়ার দখলে আজ শেন ওয়ার্নের মৃত্যুর খবর। তিনি জন্মগ্রহণ করেন ভিক্টোরিয়ার ফার্নটি গুল্লিতে।