'গলুই' শুটিং শুরু পরশু, যুক্ত হলেন আলীরাজ-আজিজুল হাকিম ও সূচরিতা আলীরাজ, সূচরিতা ও আজিজুল হাকিম গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবন উপজীব্য করে নির্মিত হচ্ছে ‘গলুই’ সিনেমা। ২০২০-২১ মেয়াদে সরকারি অনুদানের এ সিনেমায় অভিনয় করবেন নায়ক শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন এস এ হক অলিক। পরশু (২৩ সেপ্টেম্বর) টাঙ্গাইলে যমুনার চরে শুরু হয় ছবিটির শুটিং। যদিও পরিচালক এর আগে ২০ সেপ্টেম্বর 'গলুই' এর শুটিং শুরুর কথা জানিয়েছিলেন। কিন্তু প্রস্তুতির জন্য তিন দিন পেছানো হয়েছে বলে জানান এস এ হক অলিক। পরিচালক জানান, নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা মিলিয়ে একটা জীবন ধারা। এরমধ্যে রয়েছে প্রেম, টানাপোড়েন, বন্ধন। পুরো সিনেমায় থাকবে এটাই। সেজন্যই ছবির নাম ‘গলুই’। পরিচালক অলিক আরও একটি খবর দিলেন। ছবিটিতে নতুন করে অভিনেতা আলীরাজ, আজিজুল হাকিম ও সূচরিতাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। তারা প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নেবেন। এরপর শুটিং অনুষ্ঠিত হবে জামালপুরের মাদারগঞ্জ যমুনার চরে। শুটিং শুরুর জন্য কাজ চলমান রয়েছে এখনো। কাজ শেষ...