পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে  আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। যেখানেই থাকো ভালো থেকো। 

পানির পাম্পের যাবতীয় সমস্যার সমাধান।

ছবি
নিচের প্রশ্নগুলোর সাথে আপনাকে মিলিয়ে দেখুন তো কখনও আপনার এমন হয়েছে কিনা ? ১. আপনি হয়তো পানির মোটর চালু করে অপেক্ষা করছেন কখন ট্যাংকি ভর্তি হবে আপনি মোটর বন্ধ করবেন। ২.অথবা আপনার বাসায় মোটর অন অফ করার জন্য আপনি একজন দারোয়ান নিযুক্ত করেছেন। ৩.আপনি মোটর অন করতে ভুলে গিয়েছেন যখন দেখলেন পানি শেষ তখন মোটর অন করতে গিয়ে দেখলেন বিদ্যুৎ নেই। ৪.আপনি মোটর অফ করতে ভুলে গিয়েছেন পানি ওভার ফ্লো হয়ে আপনার পানির অপচয় ও বিদ্যুতের অপচয় হচ্ছে। *একবারও ভেবে দেখেছেন কী? * সারা বাংলাদেশে আপনার মত করে এভাবে প্রতিদিন কত হাজার লিটার পানি অপচয় হচ্ছে ? *কত মেগাওয়াট বিদ্যুৎ অপচয় হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যা হয় তাহলে জেনে রাখুন এতসব সমস্যার সমাধান একটিই। আর আপনার জন্যই আমাদের একটি পন্য। আমাদের '' অটোমেটিক পাম্প কন্ট্রোলার ডিভাইস''। আপনি যদি বাড়িওয়ালা, শিল্প কারখানার মালিক, হোটেল ব্যবসায়ী অথবা আপনার বাড়ির পাশের মসজিদের জন্য যদি পানির পাম্প থেকে থাকে তবে আপনার পানির পাম্পটিকে সুরক্ষার জন্য অথবা আপনার পানির পাম্প সংক্রান্ত সকল ঝামেলা থেকে চির মুক্তির জন্য আজই একটি অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রো...

অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার এর উপকারিতা।

ছবি
প্রতিদিন আমরা যে পানির পাম্প বা সাব মার্সেবল ব্যাবহার করি তার সুইচ অন এবং অফ ম্যানুয়ালি করতে হয়। এতে অনেক সময় পানি শেষ হওয়ার পর পাম্প চালু করতে মনে থাকে না। এতে পানির সংকট দেখা দেয়। অপরপক্ষে পানির ট্যাঙ্ক ভর্তি হওয়ার পর বন্ধ করতে মনে থাকে না। এতে পানি ওভার ফ্ল হয়, এবং পানির অপচয় হয়। এই সমস্যার সমাধানের জন্য  ''অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার ''  একটি উত্তম পণ্য। এটি ব্যবহার করলে পানির পাম্পটিকে মানুয়ালি অন বা অফ করার প্রয়োজন হয় না। এটি অটোমেটিক পানির পাম্পটিকে অন এবং অফ করে। সুবিধা সমূহঃ  * পানির অপচয় রোধ করে। * বিদ্যুৎ সাশ্রয় করে। * পানি শেষ হওয়া রোধ করে। * পানির পাম্পের সুইচ চালু বা বন্ধ করার প্রয়োজন হয় না।